স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (০১ ডিসেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত হলেন, গোয়ালন্দ পৌরসভার সাকের ফকির পাড়ার মো. আয়নাল ফকিরের ছেলে সাদ্দাম ফকির (৩০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম বুধবার ভোরবেলায় গোয়ালন্দ পৌরসভার সাকের ফকির পাড়ায় অভিযান চালিয়ে সাদ্দাম ফকিরের বসতবাড়ির রান্নাঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে সাদ্দাম ফকিরকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।