স্টাফ রিপোর্টেরঃ
মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে রাজবাড়ীতে সমাবেশ করা হয়েছে।
আজ রবিবার (২৮নভেম্বর) রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি দলের আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু, পৌর বিএনপির আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি বাবু, গোয়ালন্দ উপজেলা শাখার সদস্য সচিব আবু সাইদ মন্ডল, রাজবাড়ী সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নব-নির্বাচিত দলের আহবায়ক বাবু অশোক বিশ্বাস, সদর থানার নব-নির্বাচিত সদস্য সচিব মেহেদী হাসান, পাংশা পৌর শাখার আহবায়ক ছাবু, পাংশা উপজেলা শাখার ১ম যুগ্ন আহবায়ক আলহাজ্ব সহ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন দলের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং সদস্যগণ।
নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন, খালেদা জিয়াকে তাঁর উন্নত চিকিৎসায় বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাঁকে হত্যার ষড়যন্ত্র। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। নতুবা এ বিলম্বের কারণে আপনাদের অনেক বিড়ম্বনায় পড়তে হবে।’