স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া
বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার বাবুলাল শেখের ছেলে রবিলাল শেখ (৩৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম শনিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিলালের শয়ন কক্ষের মধ্যে স্টিলের আলমারির নিচে পায়রার ভেতর লুকানো একটি পলিথিনের পোটলা থেকে ১০০ পুরিয়া যাহার ওজন ১০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রবিলালকে আটক করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে