নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বরে রাজবাড়ী সদরের ১৪ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৪ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫নং বরাট ইউনিয়ন পরিষদ এর ৩নং ওয়ার্ডের তরুণ মেম্বার প্রার্থী শেখ মিরাজ। রাজবাড়ী সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এই মনোনয়ন ফরম তিনি জমা দেন।
মনোনয়ন জমা দেয়ার পর তরুণ এ প্রার্থী শেখ মিরাজ টেলিগ্রাফ কে বলেন, আমি একজন তরুণ প্রার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতেই আমি এ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি নির্বাচনে জয় লাভ করলে নির্বাচনী এলাকার শাসক নয়, সেবক হিসেবে জনগনের পাশে থাকবো। দল-মত জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমি কাজ করেযাচ্ছি, জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী।