পাংশা সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় পাংশা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে মমবাতি প্রঞ্জলণ ও ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও অতিথিদের ফলের শুভেচ্ছা প্রদান করা হয়।

পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), সধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ প্রমুখ। এছাড়াও কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক,নবীণ ও প্রবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন বরণ অনুষ্ঠান টি আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg