পাংশায় পুলিশের অভিযানে ৪ ও র‍্যাবের অভিযানে ২ মোট ৬ মাদক মামলার আসামী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৪৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে পাংশা থানা এলাকা থেকে ৪ জন ও র‍্যাবের অভিযানেও পাংশা থানা এলাকা থেকে ২ জন নিয়মিত মাদম মামলার আসামী গ্রেফতার।

শুক্রবার (১৯ নভেম্বর) পাংশা মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এস আই মোঃ মিজানুর রহমান, এস আই মোঃ হুমায়ুন রেজা, এস আই আবু তালেব, এ এস আই কালাম মিয়া, এ এস আই আলম মিয়া, এ এস আই জাহিদুল ইসলাম, এ এস আই জহিরুল ইসলাম, এ এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২৮ টি ট্যাপেন্টা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের ইসলাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল, সাবেক নারায়নপুরের কাজী নজরুল ইসলামের ছেলে সুজন কাজী, মাগুরাডাঙ্গীর মোর্শেদুল হক ফরিদের ছেলে ইমরান মোর্শেদ মিলন ও মুচিদাহ খামারডাঙ্গী গ্রামের মোক্তার সরদারের ছেলে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমান আলী।

২০০ বোতল ফ্যান্সিডিল ও ২ কেজি গাজাসহ র‍্যাব দ্বারা গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, হরিণ গাছি গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম ও নাটনাপাড়া গ্রামের মোঃ হাফাজুল ইসলামের ছেলে মোঃ সুরুজ ইসলাম উভয়ের বাড়ি দৌলতপুর কুষ্টিয়া।

আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং ৬ আসামীকে একসাথে (২০ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg