ষ্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছেন রাজবাড়ী ডিবি পুলিশ।
আটককৃত হলেন, রাজবাড়ী সদর থানার খানখানাপুর ব্রাকপাড়া গ্রামের আশহাদুর রহমান হিমুর ছেলে লিপটন শেখ (আপন) (২০)।
জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলার বাসটার্মিনাল আনসার ক্যাম্প সংলগ্ন সুজন সর্দারের পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৬০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।