স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ১নং মিজানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ হতে মনোনয়ন প্রত্যাশী আধুনিক ও ডিজিটাল মডেল ইউনিয়ন প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ টুকু মিজির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) রাতে মিজানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধুঞ্চিতে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভাতে বীর মুক্তিযোদ্ধা ও গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু। এছাড়া বক্তব্য রাখেন,চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ টুকু মিজি, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আজম মন্ডল, গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, সাফায়েত হোসেন সাচ্চু, মমিন খান, শ্রীকান্ত বিশ্বাস রাহুল সহ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন লালন শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন মিজানপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।