স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর আলাদীপুর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ। আজ বুধবার (১৭ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাজবাড়ী থানার এএসআই (নিঃ)/ মোঃ জুয়েল রানা সঙ্গীয় এসআই/ কামরুজ্জামান শিকদার, এসআই/ মোঃ শরিফুল ইসলাম, এসআই (নিঃ)/ মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই (নিঃ)/ মোঃ হারুন অর রশিদ, এএসআই (নিঃ)/ মোঃ মাহাবুবুর রহমান ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করে এবং ৫১০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত দুজন মাদক ব্যবসায়ী হলো, রাজবাড়ী সদরের আলাদিপুর এলাকার মো: মোজাহার শেখের ছেলে মো: মোশারফ হোসেন(২৮) ও মৃত সৈয়দ আলী শেখের ছেলে মো: খালেক শেখ(৪৫)।