যুবলীগের ৪৯-তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীতে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমারখালী পৌর বাস টার্মিনালে উপজেলা যুবলীগ আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগ ১১ নভেম্বর দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সকালে দর্লীয় অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন।

যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেসে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ্য সভাপতি আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্তসহ প্রমূখ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুনির হাসান রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা যুব সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg