স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই পতিপাদ্য নিয়ে গোয়ালন্দে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে শেখ তন্ময় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক এর সভাপতিত্বে ও কে এম সাইফুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বি এম নজরুল হুদা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠকবৃন্দ।