স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস -২০২১ উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে শহীদ আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এনামুল হক,কম্পিউটার অপারেটর আক্তারুজ্জামান আক্তার, বটো সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সুবল কুমার পাল সহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির পরিচালক,ম্যানেজার, কর্মকর্তা কর্মচারীরা।
আলোচনা শেষে বার্ষিক অডিটের ভিত্তিতে সেরা সমবায় সমিতির মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা ক্রেস্ট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।