স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর কালুখালীতে চা বিক্রেতা কাদের মৃধার (৩৯) ভ্যান কেনার টাকা ও সাত বছরের ছেলে নিয়ে উধাও স্ত্রী। কাদের মৃধা উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের আত্তাফ মৃধার ছেলে।
কাদের মৃধা বলেন, ১৮ বছর পূর্বে পার্শ্ববর্তী পাংশা উপজেলার পাছপাড়া গ্রামের মো. সুলতান খার মেয়ে মোছা.জরিনা বেগমের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর থেকে বসবাস করছিলাম। বর্তমানে আমাদের একটি সাত বছরের (জিহাদ মৃধা) ছেলে সন্তার রয়েছে। গত সোমবার (১ নভেম্বর) আমি ঘুমে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে আমার সন্তান ও ভ্যান কেনার জন্য লোন উঠানো ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার শ্বশুর বাড়ীসহ আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোজ খবর নিয়েও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ১ নভেম্বর কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে কাদের মৃধা।
স্ত্রী সন্তানের খোজ না পেয়ে দিশেহারা হয়ে পরেছেন কাদের মৃধা।