ষ্টাফ রিপোর্টার
বিশ্বের বৃহত্তম বাংলা গণমাধ্যম ও গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড স্বীকৃতি প্রাপ্ত সংবাদ পত্র দৈনিক প্রথম আলো পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি-২০২১ হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হান।
প্রথম আলোর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মো. রাশেদুল হক-কে সেরা প্রতিনিধি হিসেবে পুরষ্কৃত করা হয়।
এসময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হানের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক সহ সহ-সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা বিভাগের সম্পাদক মন্ডলি সহ সকল কলাকুশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় ভার্চ্যুয়ালে সারা দেশর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি মো. রাশেদুল হক রায়হান প্রথম আলো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দিয়ে বলেন, এটি আমার জীবনে অনেক বড় একটা অর্জন। এই অবস্থানে আসার জন্য আমি সব সময় কঠোর পরিশ্রম করেছি। এক্ষেত্রে আমার পরিবার সব সময় সাপোর্ট জুগিয়েছে। আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে তিনি জানান.