স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মো. খোকন মিয়া (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দশমী গ্রামের মো. উম্বর আলীর ছেলে।
আটককৃত পেশাদার মাদক কারবারির বিরুদ্ধে একাধিক থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বুধবার (০৩ নভেম্বর) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গ্য়োালন্দ ঘাট থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ৩.৪৫ টার দিকে দৌলতদিয়া বাজার এলাকায় ডিউটিরত ছিলেন উপ-পরিদর্শক জুয়েল রানা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি ফেন্সিডিল বহন ও বিক্রির জন্য দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গেট সংলগ্ন অবস্থান করছেন।
বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবিরকে জানিয়ে এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ ৪টার সময় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গেট সংলগ্ন মজনু মন্ডলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিলসহ মো. খোকন মিয়াকে আটক করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে তারই ধারাবাহিকতায় মো. খোকন মিয়াকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এসআই জুয়েল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮, ৩৬(১) ১৪(খ) ধারায় মামলা দিয়ে বুধবার দুপুরেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।