স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ৩ নভেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, পাংশা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, শাহজুই কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল ড. খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় সাম্প্রতিক বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এবং যেকোনো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করতে হলে প্রশাসনের অনুমতিক্রমে করতে হবে। কোন অনুষ্ঠানে উস্কানিমূলক কথাবার্তা বলা যাবে না যদি কেউ বলে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।