শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

রাজবাড়ীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী ও সদস্যকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ও সদস্য প্রার্থী আবদুর রহমানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার(১ নভেম্বর) রাতে তাদের উভয়কেই ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ছোট ভকলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নৌকার বিলবোর্ড স্থাপন করে আলোকসজ্জা করেছেন।যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। তাই রাত ৯ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রের ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।
অপরদিকে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রহমান রাত সাড়ে ৮ টার পর তার সমর্থক ও লোকজন নিয়ে নির্বাচনী এলাকায় মিছিল ও শোডাউন করে।যা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়াই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, আমার পোস্টারে কেউ আলোকসজ্জা করেছে কিনা এই বিষয়টি আমার জানা ছিলো না। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করে এই কাজটা করতে পারে বলে আমি ধারণা করছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়ালন্দে ইউপি নির্বাচনে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছে।কেউ পোস্টারে আলোকসজ্জা করেছে আবার কেউ রাত ৮ টার পর প্রচারণা চালাচ্ছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg