স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী সদর উপজেলায় ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন উপকারভোগী ৩০০ জন ।
সোমবার (১ নভেম্বর) সদর উপজেলা পরিষদ হল রুমে এসব উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, লবন, চিনি, আটা ও বিস্কুট।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ইমদাদুল হক বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার মাহমুদ এবং উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।