স্টাফ রিপোর্টারঃ
ন্যায্য পারিশ্রমিক অনিরাপদ কর্মসংস্থান এর দাবিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পাংশা উপজেলা শাখার শ্রমিকরা। (২৯ অক্টোবর) শুক্রবার বিকাল চারটায় এ বিক্ষোভ সমাবেশ করে তারা।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পাংশা উপজেলা শাখার সভাপতি মিনাল কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাবলু চন্দ্র সরকার, সহ-সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি মোঃ আবু মিয়া, সহ-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক মিন্টু, প্রচার সম্পাদক আতর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল, কোষাধক্ষ্য রমেশ চন্দ্র কুন্ডু, সদস্য মোঃ মিঠুন, মোঃ রাসেল, মোঃ ফরিদ, মোঃ নজরুল সহ আরো অনেকে।
সংগঠনের সভাপত মিনাল কুমার দাস বলেন হোটেল সেক্টরের শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে, দৈনিক ৮ ঘন্টার ন্যায্য মজুরি সহ বাৎসরিক উৎসব বোনাস দিতে হবে। শ্রম আইন মেনে শ্রমিকদের নিয়োগ দিতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।