বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার স্ত্রী এবং পুত্রও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রথমে নূরে আলম সিদ্দিকী হক, তার স্ত্রী এবং পুত্র ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়। গত ৩১ জুলাই রাজধানীর ঢাকা আইসিডিডিআরবিতে নমুনা পরীক্ষা করাতে দেয়। নমুনা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন৷ বর্তমানে তারা শারীরিক ভাবে মোটামুটি সুস্থ আছেন।
রাজবাড়ী টেলিগ্রাফের সম্পাদক গাজী সাইফুল ইসলাম টেলিফোনে তার সাথে যোগাযোগ করেন এবং তার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন। এসময় নূরে আলম সিদ্দিকি হক রাজবাড়ী টেলিগ্রাফের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।