শিরোনাম
রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা: ৯৬ জনের নাম, অভিযুক্তদের তালিকায় আইনজীবী–রাজনৈতিক ও ধর্মীয় নেতাও গোয়ালন্দে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি

বরাটে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার / ৬৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

0Shares

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আকিরুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসায় অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্ভোদন করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম মঙ্গলবার ( ১১ আগষ্ট) দুপুরে আকিরুন্নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এস আই সনাতন কুমার মন্ডল, এএসআই বাবুল মিয়া ও এএসআই মোঃ আজিজুর রহমান, ১ জন নায়েক, ১২ জন কন্সটেবল সহ পুলিশের মোট ১৬ জন সদস্য।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ডি আই-১ সাইদুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, আর আই, টি আই মাসুদ, টি আই তারক পাল, ট্রাফিক সার্জেন্ট আরাফাত, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল জামান সালাম, বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আরশাদ আলী সরদার, সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন শেখ প্রমূখ।

মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, কৌশলগত দিক দিয়ে এই জায়গাটা পিছিয়ে পড়ে আছে। পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দূর্বৃত্তদের আনাগোনা বেড়ে গেছে এ এলাকায় । দূর্বৃত্তরা এই জায়গায় এসে শলা পরামর্শ, দেন দরবার, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। এ এলাকায় চরমপন্থী, ডাকাত, চোর আছে। তারা যেন কোন ক্ষতি সাধন করতে না পারে, কোন ধরনের কার্যকলাপ না করতে পারে এবং পুলিশের দক্ষতা ও কর্মকান্ড বাড়ানোর জন্যই এই বরাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা। এখন থেকে পুলিশের টহল এ এলাকায় সবসময়ই বিদ্যমান থাকবে। আশাকরি এ এলাকার পরিস্থিতি অনেক ভালো থাকবে এখন থেকে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg